১. সোহেল মডেল স্কুলের ডাইনামিক ওয়েব সাইটে সকলকে সাগতম। ২. বিদ্যালয়ের ওয়েব সাইট থেকে তথ্য নেওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো।

পরিচালকের বাণী

DSC00695

আসসালামু আলাইকুম। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ধীরে ধীরে বেড়ে উঠা এ শিশুরাই একদিন জাতিকে দিক নির্দেশনা দিবে। আর তাই এসব কোমলমতি শিশুদেরকে আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। আমাদের দেশের সকল অভিভাবকের প্রথম চিন্তা তাঁর সন্তানকে উচ্চ শিক্ষায় সুশিক্ষিত করে সত্যিকারের ভাল মানুষ হিসেবে গড়ে তোলা। সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক অভিভাবক তাঁর সন্তানকে একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য রীতিমত ভর্তিযুদ্ধে অবতীর্ণ হন। সেরকম একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার স্বপ্ন আমি দীর্ঘদিন ধরে লালন করে আসছি। যেখানে থাকবে একটি সুন্দর খেলার মাঠ, বিনোদনের ব্যবস্থা, সহপাঠক্রম কার্যক্রম ইত্যাদি। ভাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো উল্লেখযোগ্য। ক্যাডেট কলেজগুলোতে ভর্তি পরীক্ষার সিলেবাস একটু জটিল যা মিনি বি.সি.এস পরীক্ষার সাথে তুলনা করা যায়। প্রতিটি শিশুকে সুশিক্ষিত করে গড়ে তোলা ও ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদেরকে উপযুক্ত করে গড়ে তোলাই আমার লক্ষ্য। আর এ লক্ষ্যকে সামনে রেখেই “সোহেল মডেল স্কুল” নামে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে এ প্রতিষ্ঠানটি একদিন সাফল্যের তাজ ধারণ করবে-এ আমার বিশ্বাস। এ প্রতিষ্ঠানটি একবার এসে ঘুরে দেখে যাবার অনুরোধ জানিয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

 

Sohel Model Junior School © 2018 Frontier Theme