১. সোহেল মডেল স্কুলের ডাইনামিক ওয়েব সাইটে সকলকে সাগতম। ২. বিদ্যালয়ের ওয়েব সাইট থেকে তথ্য নেওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো।

প্রধান শিক্ষকের বাণী

প্রিয় অভিভাবক/সুধীজন,

 ****– আসসালামু আলাইকুম। আপনাদের কোমলমতি শিশুদের প্রতিভা বিকাশই আমাদের লক্ষ্য। তবে শুধু মাত্র প্রতিভাবান হলেই ভালো ফলাফল আশা করা যায় না। সুপ্ত প্রতিভা বিকাশ সাধনই কাঙ্খিত সফলতা এনে দেয়। আর প্রতিভা বিকাশ সাধনের জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশে দক্ষ পরিচর্যা। সোহেল মডেল স্কুল কোনো ছাত্রছাত্রী কতটুকু প্রতিভাবান তার বিচার না করে তাকে অধিক পড়াশোনায় মনোনিবেশ করার কাজে প্রাধান্য দিয়ে থাকে। সচেতন অভিভাবক মহোদয়ের প্রতি আমার বিনীত অনুরোধ সোহেল মডেল স্কুল এর শিক্ষা কারিকুলাম, মনোরম পরিবেশ, পাঠদান পদ্ধতি ইত্যাদি অবলোকন করে আমাদের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে সহযোগিতা করুন। পরিকল্পিত শিক্ষা, কুশলী নিয়ন্ত্রণই একটি জীবন সুচারু রূপে গড়ে তোলে। সে মর্মেরুচিশীল ব্যক্তিত্বে, মননশীল প্রতিভায় আলোকিত মানুষ গড়াই আমাদের লক্ষ্য। আপনার কোমলমতি সন্তানের পছন্দের পাঠশালা হউক সোহেল মডেল স্কুল।  

Sohel Model Junior School © 2018 Frontier Theme